• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহে সেনাবাহিনী ও জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১১ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৩১ এএম
ময়মনসিংহে
সেনাবাহিনী ও জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভার জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আর্মি এন্ড ডকট্রিন কমান্ডের কর্ণেল মাহমুদ হাসান, লেঃ কর্ণেল লেলিন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অমিত রায়, প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদ শামসুল আলম খান,  ময়মনসিংহ বিভাগীয় ইসলামের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,  সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক বাবুল হোসেন, নিয়ামুল কবির সজল ও আ ন ম ফারুক।

 এসময় অতিরিক্ত জেলা প্রশাসনক মাহফুজুল হক মৃদুল, ময়মনসিংহ সতের উপজেলা নির্বাহী অফিসার 
সহ সেনাবাহিনী ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 সভায় কর্ণেল মাহমুদ হাসান বলেন, সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে আমরা দেশকে ভালোবাসি। সর্বোচ্চ শক্তি ও সামর্থ দিয়ে দেশকে রক্ষা করতে চাই। এ কাজে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করি। তিনি বলেণ, দেশের এই ক্রান্তি ও সংকটকাল মূহুর্তে আমাদের অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির সৌহার্দ্য নিশ্চিত করবো। যাতে কোনো দুর্বৃত্ত দেশের মানুষের কোনো ক্ষতি করতে না পারে। সেনাবাহিনীর প্রতি জনগণের যে আত্মবিশ্বাস ও সন্তুষ্টি এসেছে তা মানুষের মাঝে ছড়িয়ে দিবেন। যাতে মানুষ স্বস্তি পাবে। আমরা সকলের হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সেনাবাহিনী, বেসামরিক ও পুলিশ প্রশাসন এবং ছাত্র-জনতাকে নিয়ে এটা নিশ্চিত করতে চাই। দেশে শান্তি ও সম্প্রীতি রক্ষায় বিশৃঙ্খলা দমন ও জনগণের জানমালের নিরাপত্তায় সবার সহযোগিতা কামনা করেন তিনি। 

এরপর শনিবার  দুপুরে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও কর্মকাণ্ড দেখতে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেন আর্মি এন্ড ডকট্রিন কমান্ডের কর্ণেল মাহমুদ হাসান, লেঃ কর্ণেল লেলিন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। এ সময় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image