• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বরিশাল সিটি নির্বাচনে মেয়র প্রার্থীরা সম্পদের  হিসাব দিলেন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৩৮ পিএম
মেয়র প্রার্থীরা সম্পদের  হিসাব দিলেন
বরিশাল সিটি নির্বাচন

মো. জাহেদুল ইসলাম, বাকেরগঞ্জ প্রতিনিধি, বরিশাল: আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীরা হলফনামায় নিজেদের  সম্পদের হিসাব  দিলেন। প্রার্থীদের মধ্যে সম্পদে এগিয়ে আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ। বার্ষিক আয় বেশি জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপসের। আর সবচেয়ে বেশি জমির মালিক ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মো. ফয়জুল করিমের। প্রার্থীদের হলফনামায় মিলেছে এসব তথ্য।

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাত জন। প্রতীক পাওয়ার পর থেকেই নানা উন্নয়ন প্রতিশ্রুতি নিয়ে প্রচারে রয়েছেন তারা।

হলফনামার তথ্যে দেখা গেছে, সম্পদের দিক থেকে নৌকার আবুল খায়ের আব্দুল্লাহর বার্ষিক আয় ১০ লাখ টাকার বেশি। এ ছাড়া দুটি গাড়ি, খুলনায় চার তলা বাড়ি, ঢাকার উত্তরায় আছে ছয়টি অ্যাপার্টমেন্ট। স্বর্ণ আছে ৩০ ভরি।

তবে সর্বোচ্চ বার্ষিক আয় ৮০ লাখ টাকা জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপসের। তিনি এক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক, শেয়ার হোল্ডার তিন প্রতিষ্ঠানের। স্বর্ণালঙ্কার আছে ৬০ ভরি।

পেশায় শিক্ষক হলেও তিন খাতে বার্ষিক ১৫ লাখ টাকা আয় ইসলামী আন্দোলনের সৈয়দ মো. ফয়জুল করিমের। প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ১৪ একর জমির মালিক তিনি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image