• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আ.লীগের সম্মেলনের নিরাপত্তায় ‘সর্বাত্মক প্রস্তুতি’ র‌্যাবের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:১১ পিএম
সর্বাত্মক,প্রস্তুতি’
শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে র নিরাপত্তা্ পরিদর্শনে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ আলম

নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সম্মেলনকে ঘিড়ে নিরাপত্তায় ‘সর্বাত্মক প্রস্তুতি’ নিয়েছে র‌্যাব। বিভিন্ন পয়েন্টে স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি পেট্রোল টিম ও ডগস্কোয়াড থাকবে। এছাড়া বোম্ব ডিস্পোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‌্যাব সদস্যরা মাঠে কাজ করবেন। বিশেষ প্রয়োজনে কমান্ডো টিম প্রস্তুত থাকবে।

শুক্রবার সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের নিরাপত্তা ভেন্যু পরিদর্শনে এসে এমনতাই জানালেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ আলম। 

শনিবার এই মাঠে আওয়ামী লীগের সম্মেলন আনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

র‌্যাব মহাপরিচালক বলেন,‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,সম্মেলনের সার্বিক পরিস্থিতি এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য র‌্যাব প্রস্তুত। আশা করি কোনো সমস্যা হবে না।’

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে এম খুরশীদ আলম বলেন, ‘আমরা আশঙ্কার কথা বলছি না। র‌্যাব জাতীয় যেকোনো অনুষ্ঠানে নিরাপত্তার কথা চিন্তা করে। এখানে যারা আসবেন তারা যেন নিরাপত্তার মধ্যে থাকেন; বাইরের কোনো অপশক্তি যেন এখানে ঝামেলা না করতে পারে সেই হিসেবে আমাদের নিরাপত্তা প্রস্তুতি।’

অন্য এক প্রশ্নের জবাবে র‌্যাব মহাপরিচালক বলেন, ‘রাজনৈতিক উত্তাপ তো দেখি না। রাজনীতিবিদরা রাজনীতি করবেন। সরকারি দল, বিরোধী দল থাকবে। যেহেতু সামনে নির্বাচনে সেই হিসেবে রাজনৈতিক উত্তাপ মনে হতেই পারে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে যারা আসবেন তারা আমন্ত্রিত, সবাইকে কার্ড দেয়া হয়েছে। কার্ড যাচাইয়ের কাজটা করবে মূলত এসবির ফোর্স। আর আমাদের যারা নিরাপত্তার দায়িত্বে থাকবে, আমাদের কাজ হচ্ছে আগতদের সুইপ করা।’

ঢাকানিউজ২৪.কম / এমআর

আরো পড়ুন

banner image
banner image