• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হামাসের কাছে ইসরাইল পরাজিত হয়েছে: ইরানের প্রেসিডেন্ট


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:০৮ এএম
হামাসের কাছে ইসরাইল পরাজিত হয়েছে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইল পরাজিত হয়েছে। সেইসঙ্গে লেবাননকে আর একটা গাজা হতে না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

গাজায় ইসরাইলি বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে পেজেশকিয়ান বলেন, উপত্যকাটিতে হামাসের বিরুদ্ধে যুদ্ধে পরাজিত হয়েছে তেল আবিব। যে পশ্চিমা দেশগুলো গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে এবং নিজেদেরকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করছে তাদেরকে ইসরাইলি বর্বরতার দায় বহন করতে হবে বলেও জানান তিনি।
 
ইরানের প্রেসিডেন্ট প্রথমবারের মতো জাতিসংঘে বক্তব্যে, পারমাণবিক ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে চলমান আচলাবস্থা শেষ করার কথাও তুলে ধরেন। তিনি বলেন, আন্তর্জাতিক শক্তিশালী দেশগুলোর সঙ্গে একটি উন্নত বিশ্ব গড়তে কাজ করতে চায় তেহরান।
 
এছাড়া লেবাননে ইসরাইলি আগ্রাসন বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বানও জানান ইরানের প্রেসিডেন্ট।

একইদিন মার্কিন গণমাধ্যমে এক সাক্ষাৎকার দেন পেজেশকিয়ান। এ সময় লেবাননকে আর একটি গাজা হতে না দিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। ইসরাইলের এই পদক্ষেপ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন পেজেশকিয়ান।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image