
নিউজ ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে তাকে বহনকারী প্রিজনভ্যানটি কাশিমপুর কারাগারে পৌঁছায়। সকাল সাড়ে ১০টার দিকে শামসুজ্জামানকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গাজীপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
জেল সুপার মো. শাহজাহান আহমেদ জানান, দুপুর দেড়টার দিকে কারাগারের প্রিজনভ্যানে করে শামসুজ্জমানকে কাশিমপুর কারাগার-১ এ নিয়ে আসা হয়। তিনি এ কারাগারে সুস্থ ও স্বাভাবিক রয়েছেন।
এর আগে, সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেওয়ার ৩০ ঘণ্টা পর প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। সেখানে জামিন আবেদনের শুনানি হয়।
পরে জামিন আবেদন নাকচ করে শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন।
এদিকে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ শামসুজ্জামানকে মুক্তির দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় সড়কের দুপাশের যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: