• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বেনাপোলে হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৯ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৪৪ পিএম
হাতুড়ি দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা
হাতুড়ি দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে রাস্তার উপর পানি জমে থাকাকে কেন্দ্র করে শাহাবুদ্দিন (৩৫) নামে একজনকে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা।

রোববার ভোরে উপজেলার বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীদের বেদম মারপিটে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। আহত শাহাবুদ্দিন বালুন্ডা গ্রামের মৃত সাত্তার বিশ্বাস।

গুরুতর আহত শাহাবুদ্দিন ও পরিবার বলেন, রাস্তাটি নিচু হওয়ায় ওইখানে বৃষ্টি হলেই পানি জমে থাকে। ওই সকল সন্ত্রাসী বিনাকারনে আমাদের উপর দোষারোপ করে লোহার রড, হাতুড়ি ও অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে মারাত্মক ভাবে আহত করেছে। আমরা উক্ত কর্মকান্ডের জন্য প্রশাসনের কাছে সঠিক বিচার দাবী করছি।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, বালুন্ডা গ্রামে একটি মারামারির ঘটনা ঘটেছে। এতে একজন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

 

ঢাকানিউজ২৪.কম / মো. রাসেল ইসলাম/কেএন

আরো পড়ুন

banner image
banner image