নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়া আশা প্রকাশ করে বলেছে, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে চায় দেশটি।
এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ কথা জানানো হয়েছে।
মুখপাত্র বলেন, কোরিয়া-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ দক্ষিণ কোরিয়া। অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দ্রুত শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনবে বলে আশাবাদী দক্ষিণ কোরিয়া।
সালেহ উদ্দিন আহমেদকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বও দেয়া হয়েছে। আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাতে হবে।
নাহিদ ইসলামকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাতে হবে। আসিফ মাহমুদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি দেয়া হয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। ফারুকী আজমকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। সৈয়দা রেজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে সরিয়ে দেয়া হলো। তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
শুক্রবার নতুন চার উপদেষ্টা অন্তর্ভুক্তির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আকার দাঁড়ালো ২১ সদস্যে। এর আগে গত ৮ আগস্ট রাতে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ১৩ উপদেষ্টা। পরে দুই দফায় আরও তিন উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: