নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে শান্তি সমাবেশ চলছে।
শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ শুরু হয়। তিন অঙ্গ-সংগঠনের শীর্ষ নেতারা ইতোমধ্যে মঞ্চে উপস্থিত হয়েছেন।
সমাবেশের মঞ্চে পরিবেশন করা হয় বিভিন্ন দেশাত্মবোধক গান। পাশাপাশি কবিতা আবৃত্তি, গানের তালে দলীয় স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখর করে রাখছেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
সব মিছিল গুলোর মধ্যে পুরান ঢাকার বকশিবাজার থেকে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার অন্ধরা ব্যানারসহ মিছিল নিয়ে আওয়ামী লীগের সমাবেশে যোগ দেয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ও দলীয় সঙ্গীতের পরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শান্তি সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকাসহ বাইরের জেলা থেকে জড়ো হন নেতা-কর্মীরা। তারা স্লোগানে স্লোগানে মুখর করে তুলেছেন সমাবেশস্থল।
শান্তি সমাবেশ সভাপতিত্ব করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলের শামস পরশ এবং সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাইনুল হোসেন খান নিখিল।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: