• ঢাকা
  • বৃহস্পতিবার, ৬ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সুশীলনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৬ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১৮ এএম
বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
বনভোজন অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি: উৎসব ও আনন্দঘন পরিবেশে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মী, কর্মকর্তা ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বার্ষিক বনভোজনে দেশের ১৫ টি জেলায় পৃথক পৃথকভাবে সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান এর সার্বিক নির্দেশনায় ও সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু'র পরিচালনায় ২০২২ সালের বার্ষিক বনভোজনের উৎসব পালন করা হয়।

শুক্রবার (০৪ ফেব্রুয়ারী) ও শনিবার (০৫ ফেব্রুয়ারী) পর্যন্ত বার্ষিক বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীকেট খেলা, বালতিতে বল নিক্ষেপ, বালিশ খেলাসহ ১৫ ধরনের বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়।

বিষেশ র‍্যাফেল ড্র, পৃথক ৫২ টি পুরুস্কারের মধ্যে প্রথম পুরুস্কার ছিলো ৩৫ শত টাকা মূল্যের স্টীলের গ্যাসের চুলা।

ভাগ্যবতী প্রথম পুরুস্কার গ্রহন করেন সুশীলনের কর্মী। সাতক্ষীরার বনভোজন অনুষ্ঠিত হয় জেলার মুন্সীগঞ্জের টাইগার পয়েন্টে। এখান থেকে লঞ্চযোগে সুন্দরবনের কলাগাছিয়া পর্যন্ত নৌ-ভ্রমন, আকাশনীলা ইকোটুরিজম সহ বেশ কয়েটি পিকনিক স্পট পরিদর্শন করা হয়। সন্ধ্যায় পুরুস্কার বিতরণ ও বনভোজনের সার্বিক মুল্যায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সুশীলনের উপ পরিচালক ও বনভোজন উপ কমিটির আহবায়ক মোস্তফা আক্তারুজ্জামান পল্টুর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুশীলনের নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, শহীদ সোহরাওয়ার্দী পার্ক কমিটির সেক্রেটারী এ্যাডঃ জাফরুল্যাহ ইব্রাহিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, টাইগার পয়েন্টের প্রকল্প পরিচালক সোহেনী, শিক্ষিকা বিউটি ও ইউপি সদস্যা মাহফুজা খানম প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / মনিরুজ্জামান জুলেট/কেএন

আরো পড়ুন

banner image
banner image