• ঢাকা
  • মঙ্গলবার, ১০ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৮ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৩ পিএম
মঠবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় নারীসহ
আহত

মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় লাইলী বেগম নামে এক বিধবার ইমারত নির্মান নিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিন জন আহত হয়েছে। রোববার রাত ১০ টায় ধানীসাফা ইউনিয়নের আমুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার আমুরবুনিয়া গ্রামের আঃ মজিদ হাওলাদার ওরফে চাঁন মিয়ার স্ত্রী লাইলী বেগম শশুরের প্রাপ্য জমিতে একখানা ইমারত নির্মাণের কাজ শুরু করেন। এতে তার ভাসুর নয়া মিয়া হাওলাদার ও তার ছেলে বাবুল, সেলিম ও খোকন প্রায় বাঁধা প্রদান করে আসছিল।

রোববার রাতে বাবুল ও সেলিমের নেতৃত্ব ২০/২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার নির্মাণাধীণ ভবনে হামলা চালিয়ে ভাংচুর করে। এসময় প্রতিবেশীরা এগিয়ে আসলে বাবুল ও তার লোকজনের হামলায় রাজমিস্ত্রী খোকন (৫৫), তার পুত্র সবুজ (২২) ও শিউলী বেগম (৫৫) আহত হয়। প্রতিবেশীরা ধাওয়া দিয়ে রহমান নামে এক যুবককে আটক করেন। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রহমান রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

এ বিষয় মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মোঃ নজরুল ইসলাম বিধবার নির্মাণাধীন বাড়িতে হামলা ও ভাংচুরের সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের ধাওয়া খেয়ে ব্রিজের ওপর পড়ে আঃ রহমান নামে এক যুবক আহত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image