
নিউজ ডেস্ক : ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ অনুসন্ধানী দলটি তাদের প্রথমদিনের কার্যক্রম শুরু করেছে। এরই মধ্যে ইইউ প্রধান চার্লস হোয়াইটলিসহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন তারা।
রোববার (৯ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বাংলাদেশে ইইউ প্রধান চার্লস হোয়াইটলির বাসায় এ বৈঠক হয়।
ছয় সদস্যের দলটির নেতৃত্ব দেন সেলেরি রিকার্ডেো; তার সঙ্গে ছিলেন ডেপুটি চিফ অবজারভার লোয়ানো ডিমিত্রি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশের ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত এবং ঊধ্বর্তন কর্মকর্তারা।
নির্বাচন কমিশনের আমন্ত্রণে ১৫ দিন বাংলাদেশ সফর করবে প্রতিনিধিদলটি।
সরকারের বেশ কয়েকটি মন্ত্রণালয় এবং দফতরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে প্রাক-নির্বাচনী এ পর্যবেক্ষক দলটির বৈঠক করার কথা রয়েছে। তারা মত বিনিময় করবেন রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং দেশীয় নির্বাচন পর্যবেক্ষক গোষ্ঠীর সঙ্গে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলটি ২৩ জুলাই ঢাকা ছাড়বে।
আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা বাংলাদেশে এসেছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: