
নিউজ ডেস্ক : আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে মঙ্গলবার (১৬ মে) সুপ্রিম কোর্টে হামলা, ভাঙচুর ও আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মারধরের অভিযোগে বিএনপির আইনজীবীদের নামে মামলা করা হয়েছে।
বুধবার (১৭ মে) শাহবাগ থানায় করা মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও এক থেকে দেড়শজনকে আসামি করা হয়েছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগে মঙ্গলবার (১৬ মে) দুপুরে সুপ্রিম কোর্ট বার প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এসময় আওয়ামীপন্থি আইনজীবীরাও সেখানে অবস্থান নেন।
মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে সংঘাতে জড়িয়ে পড়েন তারা। এসময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুর করা হয়। এতে চারজন আহত হন বলে গণমাধ্যমকে জানানো হয়।
চলতি বছরের ১৫ ও ১৬ মার্চ অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচন নিয়ে কারচুপির অভিযোগ আনে বিএনপিপন্থি আইনজীবীরা। তখন উভয় পক্ষের মধ্যে হট্টগোল শুরু হলেও অনুষ্ঠিত হয় নির্বাচন। নির্বাচনে ১৪টি পদের সব কটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয় লাভ করে।
নির্বাচনে বিএনপিপন্থি আইনজীবীরা ভোট দেয়া থেকে বিরত ছিলেন। এরপর থেকেই বিএনপিপন্থি আইনজীবীরা আন্দোলন করে আসছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: