• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আন্দোলনে শিক্ষার্থীদের গুলি না করার নির্দেশনার রিট খারিজ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৪ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৪৭ পিএম
শিক্ষার্থীদের গুলি না করার নির্দেশনার রিট খারিজ
হাইকোর্ট

নিউজ ডেস্ক : হাইকোর্টে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত।

রোববার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন বিচারপতি মুস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন।

গত ৩১ জুলাই হাইকোর্ট বেঞ্চের জুনিয়র বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নেয়ায় শুনানি হয়নি। পাঁচদিন পর আজ শুনানি হয়।

আদালত বলেছেন, পুলিশকে আইনের নির্দেশনা মানতে হবে।সব নাগরিকের শান্তিপূর্ণ সভা-সমাবেশে অংশগ্রহণের অধিকার আছে। 

 এ রিট দায়েবর করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি না চালাতে এবং ৬ সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় করা রিটে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিচালককে বিবাদী করা হয়েছিল।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image