• ঢাকা
  • শনিবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৩ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রাজধানীর ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে কুপিয়েছে ছিনতাইকারীরা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:১৮ পিএম
ছাত্রীকে কুপিয়েছে ছিনতাইকারীরা
ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্টার : ঢাকার আফতাব নগর এলাকায়  বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট-ওয়েস্টের এক ছাত্রীকে কুপিয়ে জখম করেছে ছিনতাইকারীরা।

রোববার (২ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে জিম থেকে বাসায় ফেরার সময় আফতাব নগরের বি ব্লকে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়।

গুরুতর আহত ওই ছাত্রীর নাম অপূর্ণা আক্তার ইতি। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২৩ ব্যাচের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী।
 
কামরুল হাসান সাকিব নামে এক জিম সহকর্মী বলেন, রোববার (২ এপ্রিল) রাত ১০টায় ঢাকা ইমপেরিয়াল কলেজ সংলগ্ন জিম থেকে বের হয়ে বাসায় ফিরছিলাম। তখন ফোনে খবর পাই একটা মেয়ে ছিনতাইকারীর কবলে পড়েছে। দৌড়ে ঘটনাস্থলে গিয়ে শুধু রক্ত দেখতে পাই। ততক্ষণে অন্য শিক্ষার্থীরা মেয়েটাকে হাসপাতালের নিয়ে গেছে।
 
আহত শিক্ষার্থীর সহপাঠী তানভীর কায়েস বলেন, রাতে জিম থেকে বাসার (রয়েল’স হোস্টেল) ফেরার সময় ৩-৪ জন ছিনতাইকারী ইতির পথরোধ করে মোবাইল, টাকা ও ব্যাগ চায়। প্রথমে দিতে না চাইলে তাদের মধ্যে মারামারি হয়। পরে একপর্যায়ে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে আহত করে সব নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
 
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আহত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরেছেন।
 
ওসি আরও বলেন, ক্যাম্পাসসংলগ্ন এলাকায় কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখছি। জড়িত ছিনতাইকারীদের শনাক্তে আমাদের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় বাড্ডা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image