নিউজ ডেস্ক: রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে বাগড়া দিয়েছিল বৃষ্টি। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের প্রথম দিনে হানা দেয় বৃষ্টি। আর বৃষ্টিতে ভেসে গেছে দ্বিতীয় টেস্টের প্রথম দিন। টস ছাড়ায় পরিত্যক্ত করা হয়েছে প্রথম দিন।
শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হয়ে ১১টায় খেলা শুরুর কথা ছিল। তবে টসের আগে মুষলধারে বৃষ্টি শুরু হয়। যার কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হয়নি। পিচ ও আউটফিল্ডের বড় একটা অংশ কাভার দিয়ে ঢাকা ছিল।
অপেক্ষা বাড়তে থাকে ম্যাচ শুরুর। বৃষ্টি এবং বেজা আউটফিল্ডের কারণে স্থানীয় সময় দুপুর ১২টা ৭ মিনিটে দ্বিতীয় টেস্টের প্রথম দিন পরিত্যক্ত ঘোষণা করা হয়।
প্রথম টেস্টে অসাধারণ এক জয় পায় বাংলাদেশ। পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে আছে টাইগাররা। এই টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ নিজেদের করে নেবে নাজমুল হাসান শান্তর দল।
ঢাকানিউজ২৪.কম / এইচ
আপনার মতামত লিখুন: