• ঢাকা
  • বুধবার, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রীমঙ্গলে ধর্মীয় শান্তি ও সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ০৪:৩১ পিএম
বাড়ি ঘরে হামলা, মূর্তি ভাংচুর করাকে তীব্র নিন্দা
আলোচনা সভা

মো: জহিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজার শ্রীমঙ্গলে শান্তি ও সম্প্রীতি রক্ষায় সামাজিক ও ধর্মীয় নেতৃত্বের ভূমিকা ও করনীয় বিষয়ক গোল টেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর বৃহস্পতিবার  সকাল ১০ টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোড টি হ্যাভেন রিসোর্টে শ্রীমঙ্গল নাগরিক সমাজের ব্যানারে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচকরা বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাতে প্রতি দৃষ্টি রেখে বক্তব্যে বলেন, কুমিল্লা ঘটনাকে কেন্দ্র করে দেশে বিভিন্ন জেলা শহরে কোরআন শরীফ অবমাননা করা হয়েছে বলে সনার্তন ধর্মের লোকদের বাড়ি ঘরে হামলা, মূর্তি ভাংচুর করাকে তীব্র নিন্দা জানিয়েছে।

এমন বাংলাদেশ আমরা কেহই কাম্য করি না। বাংলাদেশ শান্তির দেশ, যারা বাংলাদেশ কে বর্হিবিশ্বের কাছে দেশে সুনাম বিনষ্ট করতে পায়তারা করছে তাদের কে রুখতে এখনি পাড়ায় মহলায় তাদের বিরুদ্ধে  প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জাবেদ ভূইয়ার সঞ্চালনায় গোল- টেবিল বৈঠকে এসময় বক্তব্য রাখেন,  শ্রীমঙ্গল জামে মসজিদে ইমাম ও খতিব মোহাম্মদ আব্দুল কুদ্দুস,  শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আনিসুল ইসলাম আশরাফি, শেখ বোরহান উদ্দীন সোসাইটি'র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুর তরফদার, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ উদ্দীন ইবনে শিহাব, সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন উপজেলা শাখার সভাপতি মাহমুদ মান্না, শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ন আহব্বায়ক পরিমল দাশ, কৃষক লীগের শ্রীমঙ্গল  সভাপতি মো: আফজল হক, উলামা পরিষদ সাংগঠনিক সম্পাদক  মো: মামুনুর রশীদ, দৈনিক যুগান্তর শ্রীমঙ্গল প্রতিনিধি   সৈয়দ সালাউদ্দীন, শ্রীমঙ্গল পৌর শাখার তালামীযে ইসলামিয়া  সাংগঠনিক সম্পাদক মো: রুমেল চৌধুরী,অবসর প্রাপ্ত অধ্যাপক লোকেশ চন্দ্র দেব, সিনিয়র শিক্ষক বরুনা মাদ্রাসা ও যুগ্ন সম্পাদক উলামা পরিষদ মিসবাহ উদ্দিন জুবায়ের, মানবাধিকার কর্মী শাহাদাত হোসেন খান, ও  ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশনে  সভাপতি এম এ রহিম নোমানীসহ প্রমুখ।

 

ঢাকানিউজ২৪.কম / মো: জহিরুল ইসলাম

আরো পড়ুন

banner image
banner image