খুলনা প্রতিনিধি : খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সম্প্রতি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করেছে। ২৫ সেপ্টেম্বর কেএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার। সভায় খুলনা মহানগর ইমাম পরিষদ ও ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ কমিশনার বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে বিশ্বে পরিচিত। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সহাবস্থানে বাস করছে। তবে মাঝে মাঝে কিছু কুচক্রী মহল গুজব ছড়িয়ে এই পরিবেশকে নষ্ট করার চেষ্টা করে। আসন্ন শারদীয় দুর্গাপূজা কেন্দ্র করে এমন ষড়যন্ত্র হতে পারে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
পুলিশ কমিশনার আরও বলেন, মসজিদের ইমামরা সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি এবং মুসল্লীরা তাদের কথা ও কাজ অনুসরণ করে থাকে। তাই সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ইমামদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি ইমামদের আহ্বান জানান, যেন তারা মসজিদে ধর্মীয় বয়ানের মাধ্যমে মুসল্লীদের মাঝে সচেতনতা তৈরি করেন এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দেন।
সভায় খুলনা জেলা ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম নাজমুস সউদ এবং ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা খুলনা মহানগরীতে সামাজিক সম্প্রীতি রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এছাড়াও সভায় খুলনা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়ে তাদের পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: