
ডেস্ক রিপোর্টার : দেশের ইতিহাসে বড় বাজেট ঘোষণা হতে যাচ্ছে আজ (১ জুন)। আসন্ন ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত এ বাজেটের আকার সাড়ে ৭ লাখ কোটি টাকার বেশি। তিন বছরের ব্যবধানে ১৯৭৪-৭৫ অর্থবছরে বাজেটের আকার দাঁড়ায় ১ হাজার ৮৪ কোটি ৩৭ লাখ টাকা।
১৯৭৬-৭৭ অর্থবছরে শুরু হয় সামরিক শাসন। ঐ অর্থবছরের ১ হাজার ৯৮৯ কোটি টাকার বাজেট ১৯৯০-৯১ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৯৬০ কোটি টাকা।
১৯৯১-৯২ অর্থবছরে বিএনপি সরকারের তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বাজেট ঘোষণা করেন ১৫ হাজার ৫৮৪ কোটি টাকার। পাঁচ বছর পর ১৯৯৬-৯৭ অর্থবছরে বাজেটের আকার বাড়ে প্রায় দেড় গুণ। আওয়ামী লীগ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ঘোষিত এ বাজেটের পরিমাণ ছিল ২৪ হাজার ৬০৩ কোটি টাকা।
২০০৩ সালে ৩১তম বাজেট প্রথমবারের মতো ৫০ হাজার কোটি টাকা ছাড়ায়। ঐ বছর বাজেটের আকার ছিল ৫১ হাজার ৯৮০ কোটি টাকা।
২০০৯-১০ অর্থবছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের জাতীয় বাজেটের আকার দাঁড়ায় ১ লাখ ১৩ হাজার ৮১৫ কোটি টাকা। ২০১৩ সালে মহাজোট সরকারের প্রথম মেয়াদের শেষ বাজেটের আকার ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা।
ধারাবাহিকতায় ২০১৭-১৮ অর্থবছরের বাজেট দাঁড়ায় ৪ লাখ ২৬৬ কোটি টাকা, যা ২০১৮-১৯ অর্থবছরে এসে দাঁড়ায় ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।
উন্নয়নের ধারাবাহিকতায় ২০১৯-২০ অর্থবছরে অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামাল প্রথম বাজেট ঘোষণা করেন ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: