নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার শিক্ষার্থীদের চাপে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে তারা পদত্যাগপত্রে সই করেন।
পদত্যাগপত্রে তারা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ফলে ছাত্র জনতার আস্থা হারিয়ে তারা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর আগে, সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা তাদের পদত্যাগের দাবিতে কক্ষের সামনে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভ প্রায় আড়াই ঘণ্টা চলার পর, তারা পদত্যাগে বাধ্য হন।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: