• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পারমাণবিক যুদ্ধে কেউই জিতবে না: পুতিন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০২ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৩৬ পিএম
পারমাণবিক যুদ্ধে কেউই জিতবে না
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না এবং এ ধরনের কোনও যুদ্ধ কখনও শুরু করা উচিত নয়। সোমবার এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) স্বাক্ষরকারী দেশগুলোর এক সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে নিজ দেশের অবস্থান স্পষ্ট করেন পুতিন। তিনি বলেন, ‘পারমাণবিক যুদ্ধে কেউ বিজয়ী হতে পারে না। এ ধরনের যুদ্ধ কখনও হওয়া উচিত নয়।’ রয়টার্স বলছে, মূলত রাশিয়াকে একটি দায়িত্বশীল পারমাণবিক শক্তি হিসাবে দেখাতেই এনপিটি সম্মেলনে অংশগ্রহণকারীদের কাছে এমন বার্তা দিয়েছে মস্কো। আর এই চিঠির ভাষ্য রুশ রাজনীতিকদের আগের বক্তব্যগুলোর বিপরীত। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রথম দিন দেওয়া ভাষণে রাশিয়ার পারমাণবিক সক্ষমতার প্রতি ইঙ্গিত করেছিলেন পুতিন। পশ্চিমা দেশগুলোকে সতর্ক করে দিয়ে তিনি বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে হস্তক্ষেপের যে কোনও প্রচেষ্টা তাদের নজিরবিহীন পরিণতির দিকে নিয়ে যাবে। কয়েকদিন পর তিনি রাশিয়ার পারমাণবিক বাহিনীকে উচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image