ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মহিবুল ইসলাম চঞ্চল (৩৮) ও শাহীন চৌধুরী (৪৮) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার সকালে আখাউড়া-ব্রাহ্মণবাড়িয়া সড়কের কোড্ডা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
নিহত মহিবুল ইসলাম চঞ্চল জেলা শহরের মধ্যপাড়ার মৃত স্বপন মিয়ার ছেলে ও শাহীন চৌধুরী পৌর এলাকার নয়নপুরের মৃত বাচ্চু মিয়ার ছেলে। এই দূর্ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালিত অটোরিকশার ৫ যাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, চঞ্চল ও শাহীন মোটরসাইকেল যোগে আখাউড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কোড্ডা রেলওয়ে ক্যাবিন ঘরের কাছাকাছি আসলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশা সড়কের পাশে ছিটকে পড়ে। এই দূর্ঘটনায় ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। আহত হয়েছেন অটোরিকশার ৫ জন যাত্রী।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/এমজে
আপনার মতামত লিখুন: