
নিউজ ডেস্ক: বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার ঢাকায় রাশিয়ান দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা যায়। পেজে মো. শাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে পুতিনের একটি চিঠি দেওয়া হয়েছে।
অভিনন্দন বার্তায় পুতিন বলেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনি নির্বাচিত হওয়ায় আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।
তিনি বলেন, বাংলাদেশ ও রাশিয়া ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ও আশা করি- রাষ্ট্রপতি থাকাকালে আপনার বিভিন্ন কার্যক্রম রাশিয়া ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রে আরও বিকাশ ঘটাবে। আমি আপনার সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করি।
গত ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন নির্বাচিত হয়েছেন ।
বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ আগামী ২৩ এপ্রিল শেষ হচ্ছে। এর পরদিন ২৪ এপ্রিল নতুন রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: