• ঢাকা
  • বুধবার, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৬ সপ্তাহের আগাম জামিন পেলেন মতিউর রহমান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫৮ পিএম
আগাম জামিন পেলেন
মতিউর রহমান

নিউজ ডেস্ক:  ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। রোববার (২ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মো. আমিনুল ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন মতিউর রহমান। রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিন চেয়ে এই আবেদন করা হয়। তার পক্ষে আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার সাংবাদিকদের এসব তথ্য জানান।

বুধবার রাতে রমনা থানায় প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 

মামলায় পত্রিকাটির সাভার প্রতিনিধি শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এ ছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন রয়েছেন। 

আবদুল মালেক (মশিউর মালেক) নামে একজন আইনজীবী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেছেন। মামলায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ এনেছেন ।

মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে,অভিযুক্তরা আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image