• ঢাকা
  • রবিবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কর্মবিরতি প্রত্যাহার, ছয় দিন পর সড়কে ফিরল ট্রাফিক পুলিশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১২ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:২৭ এএম
কর্মবিরতি প্রত্যাহার, ছয় দিন পর সড়কে ফিরল ট্রাফিক পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ছয় দিনের কর্মবিরতি শেষে সোমবার (১২ আগস্ট) সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে আবারও দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। 

গত এক সপ্তাহের বেশি সময় ধরে শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের কাছে সড়কের দায়িত্ব ছেড়ে দেওয়ার পর, ট্রাফিক পুলিশের সদস্যরা পুনরায় নিজেদের দায়িত্ব বুঝে নিচ্ছেন।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকের পর, আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম এবং কনস্টেবল শোয়াইব হাসান সোমবার থেকে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন। তাঁরা জানান যে, পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাস পেয়ে কর্মবিরতি ও অন্যান্য সব কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

৬ আগস্ট থেকে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর, পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন বেশকিছু দাবিতে কর্মবিরতির ঘোষণা দিয়েছিল।

অন্যদিকে, রবিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টির কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image