• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আটোয়ারীতে সিআইজি কংগ্রেস অনুুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০১ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৫১ পিএম
সিআইজি কংগ্রেস
সিআইজি কংগ্রেস অনুুষ্ঠিত

আটোয়ারী প্রতিনিধি, পঞ্চগড়: 'কৃষিই সমৃদ্ধি' প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষকদের সাথে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২(এনএটিপি-২) এর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০১ জুন) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পঞ্চগড় জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ পইমুল ইসলামের সঞ্চালনায় বর্তমান কৃষি বান্ধব সরকারের কার্যক্রমের বর্ণনা দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিআইজি সংগঠনের উপজেলা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,পঞ্চগড়ের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শাখাওয়াত হোসেন (প্রিন্স), উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ শহীদুল ইসলাম।

কংগ্রেসে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ নুরজাহান খাতুন। সিআইজি কার্যক্রমের উপর প্রজেক্টরের মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানস কুমার রায়। কৃষক-কৃষাণীদের মধ্যে নিজের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য দেন বলরামপুর ইউনিয়নের ত্রিশুলিয়া সিআইজি’র সভাপতি রাহেলা বেগম, ধামোর ইউনিয়নের লতিঝারি সিআইজি’র কোষাধ্যক্ষ প্রফুল্ল চন্দ্র বর্মণ, বলরামপুর ইউনিয়নের রাণীগঞ্জ সিআইজি’র কোষাধ্যক্ষ ও জয়িতা পুরস্কার প্রাপ্ত আমিনা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধিতে সিআইজি কৃষক গ্রুপে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ ও বিস্তার করে এবং সঞ্চয়ের ভিত্তিতে নিজেদের বিভিন্ন উপ-প্রকল্পে বিনিয়োগ করে বিভিন্ন ধরনের সরকারি কৃষি বিষয়ক সুবিধা গ্রহণ করতে পারবে। আলোচনা শেষে বিভিন্ন সিআইজি গ্রুপের নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলার ৬ ইউনিয়ন হতে ৬০ টি সিআইজি গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / মোঃ ইউসুফ আলী/কেএন

আরো পড়ুন

banner image
banner image