• ঢাকা
  • সোমবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বশেফমুবিপ্রবিতে সিন্ডিকেটের মিটিং ছাড়াই রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত‌


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১০ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৪:৩১ পিএম
সিন্ডিকেটের মিটিং ছাড়াই রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত‌
বশেফমুবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক : সিন্ডিকেট মিটিং ছাড়াই অফিস আদেশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত‌ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

(৯ আগস্ট) শুক্রবার রাতে এক অফিস আদেশে বলা হয়, "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবীর পরিপ্রেক্ষিতে অদ্য ৯ আগস্ট ২০২৪ তারিখ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের সাথে জরুরি আলোচনার ভিত্তিতে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরণের রাজনৈতিক সংগঠন, ছায়া সংগঠন এবং এর কার্যক্রমের সাথে সম্পর্ক ও সম্পৃক্ততা সম্পূর্ণ নিষিদ্ধ করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।"

জানা যায়, উপাচার্যের অনুমোদনক্রমে এ আদেশ জারী করেন রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন।
রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিষয়ে অবগত নন সিন্ডিকেট সদস্যরা। একজন কর্মচারীকে দিয়ে এ আদেশ লেখান রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন।

৬ই আগস্ট মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা খাকবে বলে আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলেও উপাচার্য অধ্যাপক ড. কামরুল আলম খান, ট্রেজারার মোহাম্মদ আবদুল মান্নান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনসহ প্রশাসনের বেশিরভাগ শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ক্যাম্পাসে অনুপস্থিত আছেন।

সিন্ডিকেট মিটিং ছাড়াই সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন মুঠোফোনে বলেন, "ওখানে লেখা আছে। ব্যস্ত আছি। ধন্যবাদ।"

উক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের কমেন্টে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আবদুল মান্নান বলেন, "কাজটি ভালো। কিন্তু কাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত? ট্রেজারারকে তো মহামান‍্য রাষ্ট্রপতি পাঠিয়েছেন। ট্রেজারার সিন্ডিকেট সদস‍্য। এতো বড় সিদ্ধান্ত সে জানবে না! এতো আরেক স্বৈরাচারী কর্ম দেখছি; ভূত থেকেই গেছে। সিন্ডিকেট ছাড়া এহেন সিদ্ধান্ত নেয়া যায় না।"
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image