• ঢাকা
  • রবিবার, ১১ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৩৭ এএম
সেখানে মোতায়েন করা হয়েছিল ব্রিটিশ সেনা।
tank ukrine pic

নিউজ ডেস্ক:   ইউক্রেন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য। চলতি সপ্তাহের মধ্যে সেনাদের সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের উপ-প্রতিরক্ষামন্ত্রী জেমস হিপি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনকে ট্যাংক বিধ্বংসী অস্ত্র উপহার দিয়েছে ব্রিটেন। ইউক্রেনের সেনাদেরকে এসব অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিতেই সেখানে মোতায়েন করা হয়েছিল ব্রিটিশ সেনা। উত্তেজনার মধ্যে এসব সেনাকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার।

জেমস হিপি বলেছেন, সংঘর্ষ শুরু হলে ইউক্রেনে কোনো ব্রিটিশ সেনা থাকবে না। সবাইকে সরিয়ে নেওয়া হবে। তারা সপ্তাহান্তে চলে  আসবে।

রাশিয়া ইউক্রেনে হামলা চালালে তাতে ব্রিটিশ সেনারা যুদ্ধ করবে না বলে জানিয়েছে ব্রিটেন। ব্রিটিশ সেনাদের সরিয়ে নেওয়ার ঘোষণার পাশাপাশি সেদেশে অবস্থানরত সকল ব্রিটিশ নাগরিককে ইউক্রেন ত্যাগ করতে বলেছে লন্ডন।

ইউক্রেন সীমান্তের কাছে লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। দেশটি যেকোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা বিশ্বের শঙ্কা। এমন পরিপ্রেক্ষিতে ইউক্রেন থেকে নিজের নাগরিকদের সরিয়ে যেতে বলেছে অন্তত সাতটি দেশ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image