
নিউজ ডেস্ক : সিটি কর্পোরেশন এলাকায় মশার ওষুধ ছিটানো মনিটরিং করার জন্য মশককর্মীদের জন্য নতুন 'বডি ক্যামেরা' আনা হচ্ছে বলেছেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে রাজধানী গুলশানের নগর ভবন অডিটোরিয়ামে ডিএনসিসির স্মার্ট ডিজিটাল কবরস্থান ম্যানেজমেন্ট সিস্টেম উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, সিটি কর্পোরেশনের অনেক এলাকার মশার ওষুধ সঠিকভাবে ছিটানো হয় না। পরিচ্ছন্ন ও মশককর্মীদের বডিতে এ ক্যামেরা লাগানো থাকবে। তারা যেখান দিয়ে হেঁটে যাবে তা জিপিআরএসের মাধ্যমে আমাদের ড্যাশ বোর্ড চলে আসবে।
তিনি বলেন, ১০টি ক্যামেরা এনেছি আরও ১০০টি ক্যামেরা অর্ডার দিয়েছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সব সুপারভাইজার, সব সিআই ও পরিচ্ছন্নকর্মীদের এ ক্যামেরা দেওয়া হবে, তাদের মনিটরিং করা হবে।
আতিকুল ইসলাম বলেন, আমরা এখন বিটিআই ট্রেনিং পিরিয়ডে আছি। উত্তর সিটির সব কর্মকর্তা ও কর্মচারী বিটিআই সিস্টেমটি যখন জেনে যাবে তখন আমাদের কাজের পরিধি আরও বেড়ে যাবে। আমরা ১০ দিন পরে কোন কোন এলাকায় বিটিআই প্রয়োগ করবো সেই পরিকল্পনাও করে ফেলেছি।
ঢাকানিউজ২৪.কম / কেএন