• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সারা দিন মেঘলা থাকবে ঢাকার আকাশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:২৮ পিএম
আকাশ থাকবে মেঘলা

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সারা দিন জানিয়েছেন, আবহাওয়াবিদ মনোয়ার হোসেন। বিকেলের দিকে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। 

ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় থাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। রাজধানী ঢাকার আকাশ বিকেল পর্যন্ত মেঘাচ্ছন্ন থাকবে, তবে এ সময় বৃষ্টির সম্ভাবনা খুব কম। এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকালে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে সারা দিন। বিকেলের দিকে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় থাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।

আরও বলেন, সারা দেশে বৃষ্টিপাত ও মেঘলা আবহাওয়ার সম্ভাবনা কম। আকাশ দ্রুত স্বচ্ছ হয়ে উঠছে। গত কয়েক দিন লঘুচাপের কারণে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি, দমকা হাওয়া দেশের সব বিভাগ থেকে সরে যাচ্ছে। দেশের আকাশ স্বচ্ছ ও ঝলমলে হতে শুরু করেছে।

ঢাকায় মেঘলা আকাশ থাকলেও সারা দেশের ৭ বিভাগে তেমনটি দেখা যাবে না। মৌসুমি বায়ু সংক্রিয় থাকায় সারা দেশে যেকোনো সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ভারি বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টির সম্ভাবনা খুবই কম।

রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফেনীতে ৯৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় রাজধানীসহ দেশের ৮ বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image