
ডেস্ক রিপোর্টার: ইন্দোনেশিয়ায় শক্তিশালী ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির পূর্বাঞ্চলীয় মালাকু প্রদেশের বরত দায়া দ্বীপপুঞ্জে। যার গভীরতা ছিল ২০০ কিলোমিটার। ভূমিকম্পের পর ওই দ্বীপপুঞ্জে জারি করা হয় উচ্চ সতর্কতা। তবে, আশপাশের দ্বীপগুলোয় সুনামি সতর্কতা জারি করা হয়নি।
চলতি বছরের জানুয়ারিতে সুলাওয়েসিতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। ঘরবাড়ি হারিয়ে অসহায় হয়ে পড়েছিল হাজার হাজার মানুষ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: