• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নবীনগরে ভোটার তালিকা হালনাগাদের তারিখ ঘোষণা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৭ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৪৯ পিএম
ভোটার তালিকা হালনাগাদের তারিখ ঘোষণা
ভোটার তালিকা হালনাগাদ

নবীনগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২১টি ইউনিয়নের ও ১টি প্রথম শ্রেণীর পৌরসভা ভোটার তালিকা হালনাগাদের তারিখ ঘোষণা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিস।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ২২ জুন ২০২২ থেকে ১২ জুলাই ২০২২ পুর্যন্ত ২১ দিন বাড়িবাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন নির্বাচন কর্মীরা। আগামি ১৬ জুলাই ২০২২ থেকে ৭ সেপ্টেম্বর ২০২২ পুর্যন্ত উপজেলার প্রত্যোক ইউনিয়নে ভোটর নিবন্ধনের ছবি তোলা হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাচন অফিসার মো. জিল্লুর রহমান ভোটার তালিকা হালনাগাদের বিষয়টির  সত্যতা নিশ্চিত করে জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে নবীনগর উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্র দ্বিতিয় পর্যায় পরেছে। নবীনগর উপজেলা অনেক বড় উপজেলা। এখানে ভোটর সংখ্যাও অনেক বেশি।

নবীনগর উপজেলা নির্বাচন অফিসার মো. আলি আজগর জানান, আমরা জেলা নির্বাচন কর্মকর্তা  স্যারের নির্দেশে আগামী ২২ জুন থেকে ১২ জুলাই পুর্যন্ত আমরা ২১ দিন বাড়িবাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবো। ১৬ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর পুর্যন্ত আমরা উপজেলার প্রত্যোক ইউনিয়নে ভোটার নিবন্ধনের ছবি তোলার কাজ শুরু করবো।

নবীনগর উপজেলায় গত ২০২০-২০২১ সাল পুর্যন্ত মাঠ পর্যায়ে কোন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম হয়নি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে চলতি হিসাবে উপজেলার মোট ভোটর সংখ্যা ৩,৮৮,৫৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটর ১৯৬২০৪ ও মহিলা ভোটার ১৯২৩৩০ জন।

 

ঢাকানিউজ২৪.কম / মিঠু সূত্রধর পলাশ/কেএন

আরো পড়ুন

banner image
banner image