নিউজ ডেস্ক : বরিশালে নবগ্রাম রোড এলাকায় থাকা পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম এমপি এবং দুর্নীতি দমন কমিশনের অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। নগরজুড়ে হামলা-ভাঙচুরসহ তাণ্ডব চালানো হয়েছে।
আন্দোলনকারীরা প্রতিমন্ত্রীর বাড়ির সামনে থাকা ২৫টির মতো মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। আর বিপুল সংখ্যক শিক্ষার্থীর ব্যারিকেডে ভবনের ছাদে গিয়ে আশ্রয় নেয় দুদক কর্মকর্তারা। পরে পুলিশ এসে রাবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দুদক কর্মকর্তাদের উদ্ধার করে।
এর আগে নগরের সিএন্ডবি এলাকায় থাকা আওয়ামী লীগের একটি অফিস জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা।
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক দখলে রেখেছে শিক্ষার্থীরা। চৌমাথা এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এক পুলিশ সদস্যের মোটরসাইকেল। নগরীর বিভিন্ন এলাকায় ঘটেছে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা। নগরীর বিভিন্নস্থানে সংঘর্ষে জড়িয়েছে আন্দোলনকারী ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: