• ঢাকা
  • সোমবার, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সিংহাসনে আরোহণের ৭১ বছরে রানি এলিজাবেথ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৬ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:২৮ পিএম
৭১ বছরে পা রাখছেন রানি দ্বিতীয় এলিজাবেথ
রানি দ্বিতীয় এলিজাবেথ

ডেস্ক রিপোর্টার: ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে সিংহাসনে আরোহণের ৭১ বছরে পা রাখছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এ উপলক্ষে চলতি বছরই রানির সিংহাসনে আরোহণের 'প্লাটিনাম জুবিলি' বা ৭০ বছরপূর্তি উদযাপন করবে বাকিংহাম প্যালেস।

এ উপলক্ষে পুরো ব্রিটেনজুড়ে চলছে নানা আয়োজনের প্রস্তুতি। আগামী জুনের প্রথম সপ্তাহেই এ উৎসব আয়োজনের পরিকল্পনা করেছে প্যালেস। রানি এলিজাবেথের নাম শোনেননি পৃথিবীতে এমন মানুষের জুড়ি মেলা ভার! দীর্ঘ সাত দশকের রাজনৈতিক জীবনে যুদ্ধ-পরবর্তী ব্রিটেন থেকে শুরু করে এখন পর্যন্ত নানা ইতিহাসের সাক্ষী তিনি।

ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে সিংহাসনে আরোহণের ৭১ বছরে পদার্পণ করলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এ মাসেই ব্রিটিশ রাজপরিবারের প্রথম সদস্য হিসেবে সিংহাসনে আরোহণের "প্লাটিনাম জুবিলি" বা ৭০ বছর উদযাপন করবেন তিনি।

সিংহাসনে আরোহণের এ ৭০ বছরপূর্তি উপলক্ষে নানা আয়োজনের প্রস্তুতি চলছে দেশজুড়ে। ডাউনিং স্ট্রিট পার্টি থেকে শুরু করে তারকাবহুল একটি কনসার্ট আয়োজনের কথাও জানিয়েছে বাকিংহাম প্যালেস। এমনকি রানির বাসভবন সাধারণ মানুষকে কাছে থেকে দেখার জন্যও উন্মুক্ত করে দেওয়া হতে পারে। চলতি বছরের জুনের প্রথম সপ্তাহেই এসব উৎসব আয়োজনের পরিকল্পনা হাতে নিয়েছে প্যালেস।

রানি দ্বিতীয় এলিজাবেথের জন্ম ২১ এপ্রিল ১৯২৬। বাবা ষষ্ঠ জর্জ ও মা এলিজাবেথ বউয়েস। ১৯৩৭ সালে এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জ ব্রিটেনের রাজার আসনে বসেন। মাত্র ২৫ বছর বয়সে তার মাথায় উঠে রাজমুকুট। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারিতে প্রথম সিংহাসনে আরোহণ করেন তিনি। এলিজাবেথের দাম্পত্যসঙ্গী ছিলেন প্রয়াত প্রিন্স ফিলিপ, ডিউক অব এডিনবরা। তাদের চার সন্তানি- চার্লস, অ্যানি, অ্যান্ড্রু এবং অ্যাডওয়ার্ড।

সুদীর্ঘ এ পথচলা রানির জন্য যে খুব মসৃণ ছিল এমনটা নয়। বিভিন্ন সময় পারিবারিক নানা কারণে শিরোনামে এসেছে এলিজাবেথের নাম। সম্প্রতি যৌন হয়রানির অভিযোগ ওঠায় ছেলে প্রিন্স অ্যান্ড্রুর সামরিক ও রাজকীয় পদমর্যাদা বাতিল করেন তিনি। আর বছর তিনেক আগে প্রিন্স হ্যারি ও মেগান বিতর্ক নিয়েও জলঘোলা কম হয়নি। তবুও জনপ্রিয়তায় ভাটা পড়েনি রানি দ্বিতীয় এলিজাবেথের।

বিশ্বের ১৬টি সার্বভৌম রাষ্ট্র, অর্থাৎ কমনওয়েলথ রাষ্ট্রগুলোর বর্তমান রানি ও রাষ্ট্রপ্রধান। কমনওয়েলথ প্রধান ছাড়াও তিনি ৫৪ সদস্যবিশিষ্ট কমনওয়েলথ অব নেশনসেরও প্রধান। দ্বিতীয় এলিজাবেথ যুক্তরাজ্যের শাসনকর্তা এবং চার্চ অব ইংল্যান্ডেরও প্রধান।

ব্রিটেনের হাজার বছরের বিরল ইতিহাসের সাক্ষী হলেন তিনি, হলেন প্রথম ব্যক্তি। এর আগে দীর্ঘ সময় সিংহাসনে থাকার রেকর্ড রয়েছে রানি ভিক্টোরিয়ার। ১৮৩৭ থেকে ১৯০১ সাল পর্যন্ত ৬৪ বছর রাজত্ব করেন রানি ভিক্টোরিয়া।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image