
নিউজ ডেস্ক: নেত্রকোনা জেলায় শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসব ২০২৩। জেলার পাবলিক মিলনায়তন হলে আগামী ৩ ও ৪ অক্টোবর এই অনুষ্ঠান হবে। এতে অংশগ্রহণ করবেন দুই বাংলার বিশিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ নেত্রকোনা জেলা শাখা আয়োজনের শুরু হচ্ছে এই উৎসব অনুষ্ঠান। এতে সভা সেমিনার, কবিতা পাঠের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
মঙ্গলবার ৩ অক্টোবর সকাল ১০ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং ভারতের অবদান আলোচনা সভার উদ্বোধন করবেন অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ কেন্দ্রীয় কমিটি। এদিন তার সঙ্গে উপস্থিত থাকবেন ভারত থেকে আগত অধ্যাপক স্বপন কুমার দত্ত, সাবেক উপাচার্য, বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়, শান্তি নিকেতন, ভারত। বিকালে শুরু হবে কবিতা পাঠের আসর। এতে বিশেষ অতিথি হিসেব থাকছে সমর কুমার ঘোষ, সাবেক পরিচালক প্রধানমন্ত্রীর কার্যালয় । সন্ধ্যায় সাস্কৃতিক অনুষ্ঠান। ধামাইল গান পরিবেশিত হবে।
দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে থাকবেন মো: ফয়েজ আহমেদ পুলিশ সুপার নেত্রকোনা। বিশেষ অতিথি হিসেবে আছেন অধ্যাপক স্বপন কুমার দত্ত (সাবেক উপাচার্য, বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়, শান্তি নিকেতন, ভারত), দীপা সরকার ( প্রভাষক, নৃত্যকলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।), অধ্যাপক বিধান মিত্র, সরোজ মোস্তফা, এবিএম শাহজাহান কবীর, রোকেয়া আক্তার খাতুন, অ্যাডভোকেট পূরবী কুন্ডু। সভাপতি এসবি বিপ্লব, অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন শাশ্বতী গুহ (দূর দর্শন এ আকাশবাণী শিল্পী, ভারত) ও নাঈম সুলতানা (সহ সভাপতি , জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিন পরিষদ, নেত্রকোনা জেলা শাখা। অনুষ্ঠান পরিচালন করবেন আনিসুর রহমান ও আকিবুর রহমান রাজন।
জেলা প্রশাসকের ও উদযাপন কমিটির পক্ষ থেকে দুইদিন ব্যাপী এ বিশাল বেতিক্রমধর্মী আয়োজনকে সফল করার জন্য ব্যাপক উদ্যোগ গ্রহন করা হয়েছে । আযোজকরা মনে করছে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে উৎসবটি এ অন্চলে মিলন মেলায় পরিনত হতে পারে ।
অনুষ্ঠান উপলক্ষ্যে ভারত থেকে আগত কবি, লেখক ও বিশিষ্টজনদের আবাসন ব্যবস্হাপনায় ত্রুটি ও বিভিন্ন জনের মুখে নানান অভিযোগ শুনা গেছে । এ নিয়ে অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় ।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: