
মোঃ জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের উপজেলা নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়নের লংপুর গ্রামে পাওনা টাকা আদায়ের ঝগড়ায় কফিল উদ্দিন ( ৫৫) নামে এক ব্যাক্তি প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। গত (৮ এপ্রিল) সন্ধার পর লংপুর গামের পাশবর্তী শান্তিনগর মোড় এলাকায়এই ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার লংপুর গ্রামের মৃত আব্দুল মজিদ ওরফে ফসর আলীর পুত্র কফিল উদ্দিনের সহিত গত শনিবার সন্ধার পর একই গ্রামের আলাল উদ্দিনের পুত্র আউয়ালের সহিত পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। ঝগড়ার এক পর্যায়ে আউয়ালের খিল ঘুসির আঘাতে কফিল উদ্দিন অজ্ঞান হয়ে মাটিতে পরে যায়।
তাৎক্ষনিক স্থানীয় লোকজন কফিল উদ্দিনকে উদ্ধার করে নান্দাইল সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় সে মারা যায়। নান্দাইল মডেল থানার থানার পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন। বর্তমানে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়ন রয়েছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ঘটনার বিষয়ে নান্দাইল মডেল থানায় মামলা হওয়ার প্রস্ততি চলছিল।।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: