• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঈদগাহ মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ০১:৫৮ পিএম
ঈদগাহ মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

শফিকুল ইসলাম মিন্টু, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের স্বল্পপশ্চিমপাড়া গ্রামের শতবর্ষী ঈদগাহ মাঠ দখল করে চাষাবাদ করার প্রতিবাদে  ও ঈদগাহ মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এলাকাবাসী বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করে। মানববন্ধন শেষে শেষে চারদফা দাবী জানিয়ে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। দাবিগুলো হলো- ঈদগাহ মাঠ দখল মুক্ত করা, ঈদগাহ মাঠে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায়ের ব্যবস্থা গ্রহণ, ঈদগাহ মাঠের কমিটি পরিবর্তন করে নতুন কমিটি গঠন ও ঈদগাহ মাঠে চাষাবাদ বন্ধ করা।

কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মুক্তাদির শাহীন, স্বল্প পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক, আবুল বাসার, গাজী মেম্বার, আতিকুর রহমান সুমন প্রমুখ। 

কর্মসূচিতে বক্তরা বলেন, স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুর রহিম ১৯৫৬ সালে ২ একর ৩০ শতক জমি ঈদগাহ মাঠের জন্য ওয়াকফ করে দেন। ঈদের জামাত আদায়ের  পাশাপাশি খেলাধূলার জন্য এই মাঠটি ব্যবহৃত হয়। কিন্ত  ঈদগাহ মাঠের জমি দখল করতেই বর্তমান কমিটির যোগসাজশে হালচাষ করে মাসকালাই চাষাবাদ করা হয়েছে। ঈদগাহ মাঠের গাছ কর্তন করা হয়েছে। আমরা এর প্রতিকার চাই।

ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হেকিম বলেন, ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য গাছ কর্তন ও চাষাবাদ করা হয়েছে। আগামী ঈদ উৎসবের  পূর্বে ঈদগাহ মাঠ জামাত আদায়ের উপযোগী করা হবে। ঈদগাহ মাঠ দখল করার অভিযোগ সত্য নয়।

ইউএনও হাসান মারুফ বলেন,  ঈদগাহ মাঠের বিষয়ে স্মারকলিপি পেয়েছি। যাচাই-বাছাই করে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

ঢাকানিউজ২৪.কম / শফিকুল ইসলাম মিন্টু

আরো পড়ুন

banner image
banner image