• ঢাকা
  • সোমবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভারতের সঙ্গে চলমান বড় প্রকল্প নিয়ে কোনও সংকট নেই


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:৫৭ পিএম
আলাপকালে তারা এমন কথা বলেন
উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ

নিউজ ডেস্ক:  অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ভারতের সঙ্গে চলমান বড় প্রকল্প নিয়ে কোনও সংকট নেই। অন্যদিকে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, কোনও প্রকল্পের কাজ স্থগিত হয়নি, ঠিকাদার দ্রুতই কাজে ফিরে আসবেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় হাইকমিশনার প্রনয় ভার্মা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এমন কথা বলেন।

এসময় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ভারত সবচেয়ে ঘনিষ্ট প্রতিবেশী, সম্পর্ক দীর্ঘদিনের। অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। চলমান প্রকল্প নিয়ে কোনও সংকট নেই। বিজ্ঞান প্রযুক্তিসহ আরও বড় প্রকল্পে তারা আগ্রহ দেখিয়েছে।

বাংলাদেশ বিনিয়োগের জন্য ভালো জায়গা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘ভারতকে আরও বিনিয়োগে আহ্বান জানানো হয়েছে।’

দুদেশ একসঙ্গে আগের মতোই কাজ করছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে চলমান কোনও প্রকল্প স্থগিত হয়নি। বিজ্ঞান প্রযুক্তিসহ বেশ কিছু বড় প্রকল্পে কাজ করা নিয়ে আলোচনা হয়েছে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুতই ফিরে আসবে ও কাজ শুরু হবে।

ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড় করার বিষয়েও সমস্যা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আগের মতোই এই সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে ভারত।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image