
নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হযেছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে ঐতিহ্য জাদুঘর থেকে একটি র্যালি বের হয়। পরে র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ঐতিহ্য জাদুঘরে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, পৌরসভার মেয়র নাদের বখত, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন সহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
পরে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে সাতদিনব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
মেলায় সুনামগঞ্জের বিভিন্ন সরকরি দপ্তরের ৫৭টি স্টল অংশগ্রহণ করছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: