• ঢাকা
  • সোমবার, ২০ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ০৪ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে: মঈন খান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:০৫ পিএম
মেগা দুর্নীতি করেছে
মঈন খান

নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সরকার উন্নয়নের নামে মেগা দুর্নীতি করেছে। সরকারের কেউ যখন ১০ কোটি টাকার প্রকল্প নিয়ে যায় তখন সেটা বাড়িয়ে শত কোটি টাকার প্রকল্প করে নিয়ে যেতে বলা হয়। ৫০ কোটি করে ভাগাভাগি হয়।

বুধবার বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় বিএনপির এক দফা দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, ‘এ সরকার গণতন্ত্র হরণ করেছে। আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।’ 

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আপনাদের ফতুল্লা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু পুলিশের গুলিতে চোখ হারিয়েছেন। বিএনপির কত নেতাকর্মী জীবন দিয়েছেন। তাদের এ আত্মত্যাগ যেন বৃথা না যায়। একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব দেশের সার্বভৌমত্ব ও মানুষের গণতন্ত্র রক্ষা করা।’ 

যে সরকার গণতন্ত্র হরণ করে অলিখিত বাকশাক কায়েম করেছে সেই সরকার কোনো দিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না দাবি করে আব্দুল মঈন খান বলেন, এ সত্য আজ শুধু দেশের ভেতরে নয়, বিশ্বের মুক্তিকামী প্রতিটি মানুষ তা টের পেয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমরা বলতাম পাকিস্তান ২২টি ধনী পরিবার সৃষ্টি করেছে। মুক্তিযোদ্ধারা যুদ্ধে গিয়েছিল গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার রক্ষা করতে। 

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image