
মোঃ জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধিঃ ময়মনসিংহের উপজেলা নান্দাইলে অটোরিকশা ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে দুই মহিলার মৃত্যু হয়েছে। এসময় নিহতদের সাথে থাকা এক শিশু আহত হয়েছে। দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত দুই নারীকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা দেন।
সোমবার (১৭ এপ্রিল) সন্ধার পর কিশোরগঞ্জ টু ময়মনসিংহ মহাসড়কের নান্দাইলের অরণ্যপাশা নামক স্থানে অটোরিকশা ও মাইক্রো মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই মহিলারা হলেন উপজেলা নান্দাইলের গাঙ্গাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের হেকিম মিয়ার স্ত্রী জহুরা খাতুন(৫৫) ও তার ছেলের বউ বৃষ্টি আক্তার (৩০)।
ঘটনার সময় যাত্রীবাহি একটি অটোরিকশা ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ হলে তারা অটোরিকশা থেকে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই আহত হন দুই মহিলা সহ একটি শিশু। তাৎক্ষনিক স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে আহতদেরকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলেও তাদেরকে আর বাচানো যায়নি। বর্তমানে শিশু বাচ্চাটি আহত অবস্থায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিতসাধীন আছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: