• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৩৩ পিএম
গুরুতর অসুস্থ
ডা. জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক:  গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) গণস্বাস্থ্য কেন্দ্র নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসে গণস্বাস্থ্য কেন্দ্র জানায়, 'গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণপুরুষ, প্রতিষ্ঠাতা ট্রাস্টি, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ। আমাদের বিজ্ঞ চিকিৎসকসহ দেশের স্বনামধন্য চিকিৎসকবৃন্দ তার চিকিৎসার দেখভাল করছেন। বাকিটা আল্লাহ ভরসা।'

ওই স্ট্যাটাসে আরও বলা হয়, 'এই মুহূর্তে সকলের দোয়া খুবই দরকার। নিশ্চয়ই আল্লাহ অতীতের মত এবারও আমাদের দোয়া শুনবেন। আমরা শ্রদ্ধেয় ডা. জাফরুল্লাহ চৌধুরী, আমাদের বড় ভাইকে সুস্থ দেখতে চাই। আমিন।'

ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস্যাও দেখা দিয়েছে।

গত কয়েকদিন থেকে তিনি বার্ধক্যজনিত কারণে ভুগছেন। তিনি অপুষ্টি‌সহ গুরুতর সেপ‌টিসেমিয়ায় আক্রান্ত।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image