
নিউজ ডেস্ক: ভারতে আবারও বেড়েছে জ্বালানির দাম। চলতি সপ্তাহে এই নিয়ে ছয়দিনে পঞ্চমবারের মতো দেশটিতে পেট্রল ও ডিজেলের দাম বাড়ান হল।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার পেট্রোলের দাম লিটার প্রতি ৫০ পয়সা ও ডিজেলের দাম বেড়েছে লিটার প্রতি ৫৫ পয়সা। এতে এক সপ্তাহের কম সময়ের ব্যবধানে পেট্রোল ও ডিজেলের মোট দাম লিটার প্রতি বেড়েছে ৩ রুপি ৭০ পয়সা ও ৩ রুপি ৭৫ পয়সা।
নতুন করে দাম বৃদ্ধিতে রাজধানী দিল্লিতে পেট্রোল বিক্রি হচ্ছে লিটার প্রতি ৯৯ রুপি ১১ পয়সা। আর ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৯০ রুপি ৪২ পয়সা। অব্যাহতভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেছে কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল।
এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় বিরূপ প্রভাব পড়বে বলছেন বিশেষজ্ঞরা।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: