• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিশ্বজুড়ে ১ বছরে ৬৭ সাংবাদিক নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৫৮ পিএম
বিশ্বজুড়ে ১ বছরে
সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন কারণে বিশ্বজুড়ে ইউক্রেন যুদ্ধ ও হাইতির রাজনৈতিক বিশৃঙ্খলা এবং মেক্সিকোর বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর হামলাসহ এ বছর ৬৭ জন সাংবাদিক নিহত হয়েছেন।

সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এ তথ্য দিয়েছে। তারা জানিয়েছে ২০২১ সালে ৪৭ সাংবাদিক নিহত হয়েছিল।

আইএফজে জানিয়েছে, এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধে ১২ সাংবাদিক নিহত হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ইউক্রেনের। তবে বেশ কিছু ভিন্ন দেশের সাংবাদিকও রয়েছেন। যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহের মধ্যেই ১২ জনের মধ্যে বেশিরভাগ নিহত হন।

আইএফজে আরও জানিয়েছে আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আখলেহকে হত্যার ঘটনার কথা।  এ বছরের মে মাসের ১১ তারিখ অধিকৃত পশ্চিম তীরের শরণার্থী ক্যামম্পের সামনে তাকে মাথায় গুলি করে হত্যা করে ইসরাইলি বাহিনী।

এ সপ্তাহে শিরিন আবু আখলেহের হত্যাকাণ্ড নিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিন্যাল কোর্টে মামলা দায়ের করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এদিকে আইএফজে আরও জানিয়েছেন, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ৩৭৫ জন সাংবাদিক কারাগারে অন্তরীণ রয়েছেন। 

এদের মধ্যে চীন, মিয়ানমার, ইরান এবং বেলারুশের সাংবাদিকদের সংখ্যা বেশি। ১৪০টিরও বেশি দেশের ৬ লাখ সাংবাদিকের প্রতিনিধিত্ব করে ব্রাসেলস-ভিত্তিক আইএফজে। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image