
মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল ঢাকা সিলেট মহাসড়কে ২ কেজি গাজা সহ-একজনকে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ।
৯ (মে ) মঙ্গলবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কে সাফকো সিএনজি পাম্পের সামনে থেকে মাদক কারবারি কে আটক করা হয়। আটককৃত মোঃ স্বপন আলী (৩৫)শেরপুর জেলার নলিতাবাড়ী উপজেলার বাশকান্দি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। স্বপন আলীর শরীরের সাথে বাধা অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় যার মুল্য ৭০.০০০-টাকা।
ব্রাহ্মণবাড়িয়া সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস জানান গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই মোঃ আঃ কাদিরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা সহ মোঃ স্বপন আলীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সরাইল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে"মামলার প্রস্তুতি চলছে, এবং আমাদের হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান আব্যাহত থাকবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: