ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১৫০ কেজি ভারতীয় কফিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার ধরখার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কসবা উপজেলার হারিয়াবহ গ্রামের সামসু মিয়ার ছেলে কাউছার মিয়া-(৪০), একই উপজেলার কুদ্দুস মিয়ার ছেলে আবু কালাম-(৪২) ও উপজেলার ধজনগর গ্রামের নুরু মিয়ার ছেলে সেলিম মিয়া-(৫৫)।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: