নিউজ ডেস্ক : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত অন্যতম সমন্বয়ক আবু সাঈদের বাড়িতে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে রয়েছেন উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধিও।
রংপুরের পীরগঞ্জে শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার কিছুক্ষণ পরই হেলিকপ্টারে ড. মুহাম্মদ ইউনূস যান। সেখানে আবু সাঈদের কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতের পর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।
গত বৃহস্পতিবার (৮ আগস্ট) ফ্রান্সের প্যারিস থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ড. ইউনূসপৌঁছে বক্তব্যের শুরুতেই বলেন, ‘আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। কী অবিশ্বাস্য এক সাহসী যুবক! বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে।’ এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন ড. ইউনূস। তার গলার স্বর আটকে আসে।’
কিছুক্ষণ নীরব থেকে বলেন, ‘তারপরে আর কোনো যুবক হার মানেনি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি, যার কারণে দেশজুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো।’
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের মধ্যে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এতে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস তার নিজের কাছে ২৭টি মন্ত্রণালয়/বিভাগ রেখেছেন। সেগুলো হলো-
১. মন্ত্রিপরিষদ বিভাগ
২. প্রতিরক্ষা মন্ত্রণালয়
৩. সশস্ত্র বাহিনী বিভাগ
৪. শিক্ষা মন্ত্রণালয়
৫. সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
৬. খাদ্য মন্ত্রণালয়
৭. গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়
৮. ভূমি মন্ত্রণালয়
৯. বস্ত্র ও পাট মন্ত্রণালয়
১০. কৃষি মন্ত্রণালয়
১১. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
১২. রেলপথ মন্ত্রণালয়
১৩, জনপ্রশাসন মন্ত্রণালয়
১৪. বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
১৫. নৌ-পরিবহন মন্ত্রণালয়
১৬. পানি সম্পদ মন্ত্রণালয়
১৭. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
১৮. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
১৯. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
২০. প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
২১. বাণিজ্য মন্ত্রণালয়
২২. শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
২৩. সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
২৪. বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
২৫. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
২৬. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
২৭. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
এছাড়া ড. আসিফ নজরুল পেয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; আদিলুর রহমান খান পেয়েছেন শিল্প মন্ত্রণালয়; হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; তৌহিদ হোসেন পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়; সৈয়দা রিজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; মিজু শারমীন এস মুরশিদ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়; ড. আ. ফ. ম. খালিদ হোসেন পেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; ফরিদা আখতার পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়; নুরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গভবনে ড. ইউনূসসহ ১৪ উপদেষ্টাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বাকি তিন উপদেষ্টা ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: