নিউজ ডেস্ক: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দল নির্বাচন করার পক্ষে মত দিয়েছে। মেয়াদ পূর্তির আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয়। সেই অনুসারে কাজ হচ্ছে। রোববার রাজধানী আগারগাও নির্বাচন অফিস কার্যালয়ে নির্বাচন কমিশনার মো আলমগীর হোসেন এ কথা বলেন।
ইসি বলেন, সাধারণ মেয়াদপূর্তির ৯০ দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করার নিয়ম থাকলেও সেটি করা হয় ৪২ থেকে ৪৫ দিন আগে। সেই হিসেবে নভেম্বরে তফসিল ঘোষণা করা হবে।
ভোটের পরিবেশ আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, সংবিধান অনুযায়ী আমাদের তো দেখি সব ঠিকই আছে। সংবিধানে ইসিকে দায়িত্ব দেওয়া আছে চলমান সংসদের মেয়াদপূর্তির আগেই ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে। সে অনুযায়ী ক্ষণ গণনা করে যাবতীয় কার্যক্রমও শেষ করছি। এখন শুধু তফসিল ঘোষণা আর নির্বাচন অনুষ্ঠান বাদ আছে।
মো. আলমগীর বলেন, ‘সবাই নির্বাচন চাইছে। আমাদের যে ৪৪টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে, সবাই নির্বাচনের পক্ষে।’
বিএনপির নিরপেক্ষ সরকারের দাবির বিষয়ে ইসি আলমগীর বলেন, ‘সেটা তো রাজনৈতিক বিষয়। তারা কীভাবে সমাধান করবে, সেটা তাদের বিষয়। এতে তো আমাদের কিছু করার নেই। আমাদের সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই।’
বিএনপি নির্বাচনে না এলে কি খারাপ লাগবে জানতে চাইলে মো. আলমগীর বলেন, ‘আমরা চাই সবাই নির্বাচনে আসবে। আমরা সুষ্ঠু নির্বাচন করে আসছি।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: