
কুমিল্লা প্রতিনিধি: নানান সমীকরণ ও নাটকীয়তায় ভরা কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৮টি ইউপির নির্বাচনে প্রতিটি ইউপিতে আ’লীগের নৌকা প্রতীক প্রার্থীর বিরুদ্ধে একাধিক স্বতন্ত্রপ্রার্থী থাকলেও স্থানীয় পেশীশক্তির চাপের মুখে একাধিক ইউপির স্বতন্ত্র প্রার্থীরা শাসকদলের প্রার্থীর সমর্থনে তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন।
তারপরও চলছে একাধিক ইউপিতে হাড্ডা হাড্ডি লড়াই। তবে বিভিন্ন ইউপির স্বতন্ত্র প্রার্থীরা স্থানীয় পেশী শক্তির আতংকে রয়েছেন। সবকিছু মিলিয়ে জমে উঠেছে ওই উপজেলার ৮টি ইউপি নির্বাচন এবং সকল প্রার্থীরা ঘুরছেন ভোটারদের ঘরে ঘরে। নৌকা প্রার্থীর বিরুদ্ধে একাধিক স্বতন্ত্র প্রার্থী তালিকায় প্রতীক বরাদ্দ ঘিরে বিব্রত আ’লীগের তৃণমূল নেতা-কর্মী ও সাধারণ ভোটাররা এবং স্বতন্ত্র প্রার্থীরা স্থানীয় পেশী শক্তির প্রত্যক্ষ ও প্ররোক্ষ ভাবে হুমকি ধমকির কারনে নির্বাচনী মাঠে প্রচার চালাতে অনেকটাই আতংকিত। আগামী ৫ জানুয়ারী ভোটকেন্দ্র গুলোতে গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকলে ভোটের ফলাফলে শীর্ষ প্রার্থীদের কপাল পুড়তে পারে বলে আশংকা করছেন রাজনৈতিক বিশ্লেষকদের।
দেশব্যাপী ৫ম ধাপের ইউপি নির্বাচনের দিনক্ষণ ৫ জানুয়ারী ২০২২ নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করলে এ উপজেলা সর্বত্র বেজে উঠে নির্বাচনী ঢামাঢোল। শুরু হয়েছিলো নেতা-কর্মীদের মাঝে দলীয় মনোনয়ন পেতে দৌড় ঝাপ। আসন্ন ৮টি ইউপি নির্বাচনে আ’লীগের দলীয় মনোনয়নে নাটকীয়তায় বিব্রত আ’লীগের তৃনমূল। তবে পেশী শক্তির চাপে রয়েছে স্বতন্ত্র প্রার্থীরা এবং নির্বাচনী আচরণ বিধি লংঘন করে চলেছে সকল স্তরের প্রার্থীরা। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন রহন্য জনক কারনে নিরব দর্শক।
আসন্ন ইউপি নির্বাচনে বাঙ্গড্ডা ইউপিতে চেয়ারম্যান পদে মোঃ এয়াকুব আলী মজুমদার আ’লীগ (নৌকা), স্বতন্ত্র মোঃ সাইফুল ইসলাম (আনারস) ও মোঃ মাঈন উদ্দিন (মোটর সাইকেল), ঢালুয়া ইউপিতে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নাজমুল হাসান বাছির ভূঁইয়া আ’লীগ (নৌকা) স্বতন্ত্র প্রার্থী মোঃ ফখরুল কবির জহির (আনারস) ও মোঃ শাহাবুদ্দিন ইসলামী আন্দোলন (হাত পাখা), হেসাখাল ইউপিতে চেয়ারম্যান পদে মোঃ ইকবাল বাহার মজুমদার আ’লীগ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী এ.এস.এম নাসির উল্ল্যাহ (চশমা) ও মোঃ সামছুল আলম (আনারস), মক্রবপুর ইউপিতে চেয়ারম্যান পদে মোঃ জাহাঙ্গীর আলম আ’লীগ (নৌকা), মোঃ ইমরান হোসেন ইসলামী আন্দোলন (হাতপাখা) ও বর্তমান চেয়ারম্যান মোঃ গোলাম মর্তূজা চৌধুরী (আনারস) স্বতন্ত্র প্রার্থী, মৌকরা ইউপিতে চেয়ারম্যান পদে মোঃ সাইফ উদ্দিন আলমগীর আ’লীগ (নৌকা), আবু বকর ইসলামী আন্দোলন (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোঃ নূর হোসেন (আনারস), পেরিয়া ইউপিতে চেয়ারম্যান পদে হুমায়ুন কবির মজুমদার আ’লীগ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী হিসাবে এ.এইচ.এম মহিন উদ্দিন (ঘোড়া), সাবেক চেয়ারম্যান এম.এ হামিদ (আনারস), মোস্তাক আহম্মদ (মোটর সাইকেল) ও সাবেক চেয়ারম্যান মোঃ সহিদ উল্যাহ মিয়াজী (চশমা), বক্সগঞ্জ ইউপিতে চেয়ারম্যান পদে মোঃ শিপন ভূঁইয়া আ’লীগ (নৌকা) মোঃ আতিকুর রহমান ইসলামী আন্দোলন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোঃ আবদুর রশিদ (টেলিফোন), মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া (মোটর সাইকেল), মোঃ আবুল হোসেন ভূঁইয়া (আনারস), মোঃ গিয়াস উদ্দিন (ঢোল), মোঃ জহিরুল কাইয়ুম ভূঁইয়া (চশমা) ও এস.এম ফয়েজুল কবির (ঘোড়া) এবং সাতবাড়িয়া ইউপিতে চেয়ারম্যান পদে মোঃ শেখ কবির মজুমদার আ’লীগ (নৌকা), ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী মোঃ ইয়াছিন (আনারস)।
আগামী কিছুদিনের মধ্যে সংরক্ষিত মহিলা আসন ও পুরুষ মেম্বারদের বিষয়ে দলীয় ভাবে সিদ্ধান্ত আশার সম্ভাবনা রয়েছে। তবে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সবকটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা নানাহ আতংকে ভুগছেন। গত দু’দিন ধরে একাধিক ইউপির স্বতন্ত্র প্রার্থীরা সাংবাদিক সম্মেলন করে তাদের অভিযোগ জানিয়েছেন। সকল ইউপিতে প্রার্থীরা আচরন বিধি লঙ্ঘন করলেও স্থানীয় প্রশাসন ইতিমধ্যে বেশ ক’জন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীকে অর্থদন্ড জরিমানা করেছেন।
অপরদিকে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী এ উপজেলার ৮টি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ ৫ জানুয়ারী ২০২২, মনোনয়ন জমার শেষ তারিখ ৯ ডিসেম্বর ২০২১, প্রার্থীতা প্রত্যাহার ১৯ ডিসেম্বর ২০২১, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ১২ ডিসেম্বর ২০২১, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর। এছাড়া রাজনৈতিক বিরোধী দলগুলোর প্রার্থীতা নিয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি। তবে সব’কটি ইউপি নির্বাচনে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা মেম্বার ও সাধারণ সদস্য পদে গণতান্ত্রিক ভাবে উন্মুক্ত নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা স্থাণীয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, এ উপজেলার ৮টি ইউপি নির্বাচন ঘিরে আমাদের সকল প্রস্তুতি রয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখা সহ নিরপেক্ষ ও শান্তিপূর্ন নির্বাচন অনুষ্ঠানে লক্ষ্যে যা যা করার প্রয়োজন আমরা তা করবো।
ঢাকানিউজ২৪.কম / মশিউর রহমান সেলিম/কেএন
আপনার মতামত লিখুন: