• ঢাকা
  • সোমবার, ৯ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শৃঙ্খলা ভঙ্গ করেছেন: আইনমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৫৫ পিএম
ডেপুটি অ্যাটর্নি জেনারেল শৃঙ্খলা ভঙ্গ করেছেন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিষয়ে বিবৃতি সংক্রান্ত বক্তব্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, তিনি (এমরান আহম্মদ ভূঁইয়া) অ্যাটর্নি জেনারেল অফিসের দায়িত্বপ্রাপ্ত একজন ডিএজি (ডেপুটি অ্যাটর্নি জেনারেল)। তিনি যদি সাংবাদিকদের সামনে কথা বলেন, তাহলে তাকে হয় পদত্যাগ করে কথা বলা উচিত, অথবা অ্যাটর্নি জেনারেলের অনুমতি নিয়ে কথা বলা উচিত। তিনি সেটি করেননি। তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন।

মঙ্গলবার দুপুরে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেলের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বক্তব্য বিষয়ে বলেন, ‘উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কাউকে খুশি করার জন্যই ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. ইউনূসের চলমান মামলা নিয়ে এ অসত্য বক্তব্য দিয়েছেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, উনার উচিত ছিল আমার সঙ্গে কথা বলা। কিন্তু উনি আমার সঙ্গে কথা বলেননি।

তিনি আরো বলেন, আমাদের সর্বোচ্চ আদালত দুই দফায় বলেছেন, এই মামলা চলতে বাধা নেই। তাহলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একজন আইনজীবী হিসেবে এ কথা কীভাবে বলেন। তিনি তো সুপ্রিম কোর্টের বিরুদ্ধে এমন বক্তব্য দিতে পারেন না।

আবু মোহাম্মদ আমিন উদ্দিন আরও বলেন, 'কাল উনি ছুটিতে ছিলেন। তাহলে উনি কেনো ওইখানে গেলেন। যেখান থেকে মামলার বিষয়ে কথা বলা হয়। উনার তো সেখানে যাওয়ারই কথা নয়। তাহলে অন্য কোনো উদ্দেশ্যেই তিনি এমন বক্তব্য দিয়েছেন।'

 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image