• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইউক্রেনের বাখমুত শহর ঘিরে ফেলেছে রশ বাহিনী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫২ এএম
কিয়েভ তাদের এলিট ইউনিট দিয়ে শক্তিশালী করছে
বাখমুত শহর ঘিরে ফেলেছে রশ বাহিনী

নিউজ ডেস্ক:  ইউক্রেনের পূর্বাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাখমুত শহরকে নিয়ে ব্যাপক চাপের মধ্যে আছে দেশটির সেনাবাহিনী। ব্রিটিশ গোয়েন্দারা তাদের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ গোয়েন্দা তাদের দৈনিক বুলেটিনে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানায়, কিয়েভ ওই অঞ্চল তাদের এলিট ইউনিট দিয়ে শক্তিশালী করছে, অন্যদিকে রশ বাহিনী এবং তাদের ভাড়াটে ওয়াগনার গ্রুপ বাখমুতের উত্তরাঞ্চলীয় শহরতলীতে আরও অগ্রসর হয়েছে।

ওয়াগনার গ্রুপের প্রধান বলেন, তার বাহিনী ইউক্রেনের বাখমুত শহরের বেশিরভাগ জায়গাই ঘিরে ফেলেছে। তবে আজ ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ওই অঞ্চলে রাশিয়ার অনেক হামলা প্রতিহত করেছে।

শহরটি দখল নিতে গত ছয় মাস ধরে রুশ বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে উভয়পক্ষেই ব্যাপক প্রাণহানি ঘটছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

এখন পর্যন্ত দেশ দুইটির মধ্যে যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image